spot_img

মোদি-ট্রাম্প বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ

অবশ্যই পরুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১২–১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সফর করবেন। এ সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় আসতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এক বিশেষ মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রসচিব এ তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি আগে থেকে পূর্বাভাস দিতে পারি না। তবে বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় আলোচনায় আসবে এবং বাংলাদেশও আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকতে পারে।”

সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওপর হুমকি আসতে পারে বলে যে আলোচনা চলছে, সে বিষয়ে জানতে চাইলে বিক্রম মিশ্রি বলেন, “কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের। আমার বিশ্বাস, বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন।”

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ধ্বংস এবং দেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে অগ্নিসংযোগের বিষয়ে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি দুর্ভাগ্যজনক ঘটনা। এ বিষয়ে ভারত গতকাল একটি বিবৃতি দিয়েছে।”

এদিকে, যুক্তরাষ্ট্র থেকে সামরিক উড়োজাহাজে করে ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসী ফেরত পাঠানোর দুই দিন পর মোদির যুক্তরাষ্ট্র সফরের দিনক্ষণ চূড়ান্ত হলো।

সর্বশেষ সংবাদ

গাজীপুরের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদেরকে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। তিনি জানান,...

এই বিভাগের অন্যান্য সংবাদ