আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন তিনি। খবর, বিবিসি’র।
ট্রাম্প বলেন, আইসিসি অবৈধ। এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে।
মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে এই নির্বাহী আদেশের আওতায়।
নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসি বিপজ্জনক নজির স্থাপন করেছে। আইসিসির পদক্ষেপের ফলে মার্কিনীরা বিপদে পড়েছে। সেইসঙ্গে তারা হয়রানি, খারাপ আচরণ ও গ্রেফতারের আশঙ্কার মধ্যে রয়েছে বলেও জানানো হয়।
আদেশ অনুযায়ী, আইসিসিতে কর্মরত যে বা যারা যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও এই দুই দেশের নাগরিকদের বিরুদ্ধে তদন্তের সাথে জড়িত থাকবে তাদের ওপর কার্যকর হবে নিষেধাজ্ঞা। মঙ্গলবার, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্প।