spot_img

চীনে তেল সরবরাহকারী ইরানি কোম্পানিকে মার্কিন নিষেধাজ্ঞা

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ চীনে ইরানি তেল সরবরাহকারী একটি নেটওয়ার্কের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের আওতায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিষেধাজ্ঞার এ ঘোষণা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের সামরিক কর্মকাণ্ডের তহবিলের জন্য ব্যবহৃত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ককে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নেটওয়ার্ক চীনের কাছে ইরানি তেল সরবরাহ করে বলে অভিযোগ করা হয়েছে।

এতে আরও বলা হয়, চীনকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানি অপরিশোধিত তেল সরবরাহকারী ওই নেটওয়ার্ককে নিষেধাজ্ঞার নিশানা করা হয়েছে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, নিজেদের পারমাণবিক কর্মসূচি বিকাশে প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মনুষ্যবিহীন যান উৎপাদন এবং এর আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সহায়তার জন্য তেলের রাজস্ব উপার্জনের দিকে মনোনিবেশ করে চলেছে ইরানের সরকার।

এই ধরনের ক্ষতিকর কর্মকাণ্ডের অর্থায়ন সুরক্ষা করার জন্য ইরানের যে কোনও প্রচেষ্টাকে আগ্রাসীভাবে নিশানা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে পর্দা কাঁপাবে শাহরুখ পুত্র

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ পরিচালনার মাধ্যমে বি-টাউনে নিজের আত্মপ্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ