spot_img

যুক্তরাজ্যে রুশ রাষ্ট্রদূত বহিষ্কার

অবশ্যই পরুন

যুক্তরাজ্য বৃহস্পতিবার রাশিয়ার একজন কূটনীতিককে বহিষ্কার করেছে। গত বছর মস্কো একজন ব্রিটিশ কর্মকর্তাকে বহিষ্কারের পর চলা কূটনৈতিক দ্বন্দ্বের সর্বশেষ ঘটনা এটি। আন্দ্রে কেলিন ২০১৯ সাল থেকে যুক্তরাজ্যে মস্কোর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে এদিন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে ডেকে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়েছে।

সরকার জানিয়েছে, এই পদক্ষেপটি ‘রাশিয়ার অপ্রীতিকর ও ভিত্তিহীন সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে, যেখানে নভেম্বরে একজন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল’।

তারা আরো বলেছে, ‘যুক্তরাজ্য আমাদের কর্মীদের বিরুদ্ধে এই ধরনের হুমকি সহ্য করবে না, তাই আমরা পাল্টা পদক্ষেপ নিচ্ছি।’

পররাষ্ট্র দপ্তর আরো জানিয়েছে, ‘যদি রাশিয়া কোনো অতিরিক্ত পদক্ষেপ নেয়, তাহলে তা উত্তেজনা সৃষ্টি করবে এবং সে ক্ষেত্রে সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।’

ক্রেমলিন এখনো প্রকাশ্যে এই বহিষ্কার সম্পর্কে মন্তব্য করেনি।তবে রাশিয়া আগেই বলেছিল, যদি যুক্তরাজ্য তাদের বহিষ্কারের প্রতিক্রিয়া জানায়, তারা আরো পদক্ষেপ নেবে।

নভেম্বরে মস্কো এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করে। ওই কূটনীতিকের বিরুদ্ধে তারা গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলে এবং তাকে দেশ ত্যাগ করতে নির্দেশ দেয়। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছিল, রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি ওই কূটনীতিকের বিরুদ্ধে তার নথিতে ভুয়া তথ্য সরবরাহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।

তার ছবি রুশ টিভি বুলেটিনে প্রকাশিত হয়। সে সময় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর রাশিয়ার অভিযোগগুলো মিথ্যা বলে অস্বীকার করে এবং পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে বলে ঘোষণা দেয়।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাজ্য ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক আরো খারাপ হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে রাশিয়া ঘোষণা করেছিল, মস্কোতে ছয় ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে এবং তাদের দেশ ত্যাগ করার জন্য বলা হয়েছে।

সূত্র : বিবিসি

সর্বশেষ সংবাদ

‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে পর্দা কাঁপাবে শাহরুখ পুত্র

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ পরিচালনার মাধ্যমে বি-টাউনে নিজের আত্মপ্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ