মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব দেওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে ‘স্বেচ্ছামূলক’ প্রস্থানের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। তবে এ প্রস্তাব বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং জাতিসংঘ একে ‘জাতিগত নিধনের শামিল’ বলে সতর্ক করেছে।
ট্রাম্প প্রশাসনের প্রস্তাবের কয়েক ঘণ্টার মধ্যেই কাটজ জানান, গাজাবাসী যারা যেতে ইচ্ছুক, তাদের জন্য পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। এতে স্থল, সমুদ্র ও আকাশপথে স্থানান্তরের সুযোগ রাখা হবে। তবে কাদের কাছে তারা আশ্রয় পাবে, তা এখনও অনিশ্চিত।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই প্রস্তাবকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। তার মুখপাত্র স্টেফান দুজারিচ বলেন, ‘যেকোনো ধরনের জোরপূর্বক স্থানান্তর জাতিগত নিধনের শামিল।’
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন এবং একে ফিলিস্তিনিদের আইনসিদ্ধ অধিকার লঙ্ঘনের চেষ্টা বলে অভিহিত করেছেন। হামাস এ প্রস্তাবকে ‘বর্ণবাদী ও আক্রমণাত্মক’ আখ্যা দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবকে ‘অসাধারণ’ বলে প্রশংসা করেছেন এবং এটিকে বাস্তবায়নের জন্য পর্যালোচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনিরা যেতে পারবে এবং চাইলে পরে ফিরে আসতে পারবে, তবে গাজাকে পুনর্গঠনের প্রক্রিয়া প্রয়োজন।
এদিকে, প্রাথমিকভাবে কঠোর অবস্থান নিলেও, ট্রাম্প প্রশাসন পরবর্তীতে কিছুটা নমনীয় হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, স্থানান্তর ‘অস্থায়ী’ হবে এবং হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে, মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই।
ইসরায়েলের সামরিক অভিযানে গাজার বেশিরভাগ অবকাঠামো—স্কুল, হাসপাতালসহ বেসামরিক কাঠামো ধ্বংস হয়ে গেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, ‘গাজা ধ্বংসের মাধ্যমে এটি বসবাসের অনুপযোগী করার পরিকল্পিত ইসরায়েলি নীতি।’ সংস্থাটির আঞ্চলিক পরিচালক লামা ফাকিহ সতর্ক করে বলেন, ‘ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে সরাসরি নৃশংসতার অংশীদারে পরিণত করবে।’
ট্রাম্পের প্রস্তাবের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিকল্পনা আদৌ বাস্তবায়িত হবে কি না এবং আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে এতে প্রতিক্রিয়া জানাবে।
সূত্র: এএফপি