spot_img

বেগম খালেদা জিয়ার দেশে ফিরতে কিছুদিন বিলম্ব হতে পারে: ডা. জাহিদ

অবশ্যই পরুন

সুস্থতার জন্য দেশে ফিরতে খালেদা জিয়ার কিছুদিন বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের লন্ডনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া অতীতের যে কোনো সময়ের তুলনায় মানসিকভাবে সুস্থ আছেন। শারীরিকভাবেও তিনি ভালো আছেন। ডাক্তাররা খালেদা জিয়ার প্রতিদিন খোঁজখবর নিচ্ছেন। নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা দিচ্ছেন, সেগুলো করানো হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়া দেশের সবধরনের খোঁজখবর রাখছেন। তিনি দেশের মিডিয়ার পাশাপাশি বিবিসি, সিএনএনসহ ইন্টার‌ন্যাশনাল মিডিয়ার খবরও দেখেন। আমরা যা বলি সেগুলোও তিনি দেখেন। উনি এসব ব্যাপারে খুবই কনসার্ন। উনি যখন খুব কষ্টে ছিলেন, জেলে ছিলেন তখনো দেশের মানুষকে ছাড়া থাকেননি।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া দীর্ঘ ৮ বছর পর বিদেশে এসেছেন। তিনি স্বৈরাচারের নির্যাতন এবং নিষ্পেষণের কারণে জেলে একাকিত্বে সময় কাটানোর পর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য এসেছেন। কাজেই সুস্থতার জন্য কিছুদিন বিলম্ব হচ্ছে বা হবে। যখনই চিকিৎসকরা তাকে যাওয়ার জন্য অনুমতি দেবেন তখনই তাকে দেশে ফেরানোর প্রস্তুতি নেওয়া হবে।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ব্যারিস্টার জায়মা রহমানের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। এমনটা জানিয়ে ডা. জাহিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান। এই তিনজনের যোগ্য উত্তরসূরি ব্যারিস্টার জাইমা রহমান। ওনার আরও দুইজন নাতনি আছেন। অত্যন্ত উচ্চশিক্ষিত ও অত্যন্ত মার্জিত একজন সুশিক্ষিত। সর্বোপরি মানুষের প্রতি যে মমত্ববোধ সেটা আমি ছোটবেলা থেকে গত কয়েক দিনে দেখেছি। আলহামদুলিল্লাহ!

যুক্তরাষ্ট্রের এই অনুষ্ঠানে তার অংশগ্রহণ শুধু বিএনপি নয়, দেশের মানুষ এটাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করছে। ভবিষ্যৎই বলে দেবে জায়মা রহমান আগামীতে কতদূর যাবেন, যোগ করেন তিনি।

ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করে ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান। এতে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম লিয়াকত প্রমুখ।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনা: সেনাবাহিনীকে প্রস্তুতির নির্দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব দেওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে ‘স্বেচ্ছামূলক’ প্রস্থানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ