spot_img

পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি: মেজর হাফিজ

অবশ্যই পরুন

ধানমন্ডি ৩২-নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার ঘটনায় ভারতের হস্তক্ষেপ রয়েছে কি-না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গণতন্ত্র ধ্বংসের জন্য এই ধরনের হামলার ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি-না, এসময় তাও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পরিপূর্ণ তথ্য পেয়ে এ ঘটনায় দলীয় অবস্থান জানাবে বিএনপি।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র বিরোধী নানা ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় চলতি বছরের মধ্যে নির্বাচন দেয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের

বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ