spot_img

কানের ‘জুরিপ্রধান’ নির্বাচিত হলেন জুলিয়েট

অবশ্যই পরুন

ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হতে চলেছে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। আগামী ১৩ থেকে ২৪ মে অনুষ্ঠিত হবে কানের ৭৮তম আসর। উৎসবের এবার জুরিপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। গতবার ছিলেন নির্মাতা গ্রেটা গারউইগ। পরপর দুই বছর জুরিপ্রধান হিসেবে নারী নির্বাচিত হলেন, কানের ইতিহাসে এই ঘটনা এ নিয়ে দ্বিতীয়বার ঘটল।

হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুসারে, কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে যে অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়েট বিনোশ ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের জুরি সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। ৬০ বছর বয়সী জুলিয়েট বিনোশ এমন সম্মানজনক দায়িত্ব পাওয়া দ্বিতীয় নারী।

কানের বিচারকপ্রধান হয়ে উচ্ছ্বসিত জুলিয়েট বিনোশ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘উৎসাহ ও অনিশ্চয়তা নিয়ে ১৯৮৫ সালে প্রথম পা রেখেছিলাম কানের প্রাঙ্গণে।

৪০ বছর পর যে সেখানে জুরি প্রেসিডেন্ট হওয়ার সম্মান পাব, ভাবতেই পারিনি। এই সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

সর্বশেষ সংবাদ

ভারতকে এমন শিক্ষা দিয়েছি , যা কখনো ভুলবে না: শেহবাজ শরিফ

চলতি বছরের মে মাসে পাকিস্তান-ভারত সংঘাত নিয়ে ফের কড়া বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, ওই সংঘাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ