spot_img

৩২ এর বাড়ি গুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা, যা বলছে ডিএমপি

অবশ্যই পরুন

বিক্ষুব্ধ জনতার হাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের বিষয়ে ডিএমপি প্রতিবেদন নিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার আজমপুরে মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানকার সবশেষ রিপোর্ট নিয়েছি।’

সাংবাদিকদের ওপর হামলা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি গভীর রাত পর্যন্ত সেখানকার পরিস্থিতি মনিটরিং করেছি। রাত ২টা আড়াইটা পর্যন্ত আমার কাছে এমন কোনো রিপোর্ট আসেনি। অন্যদিকে সকালেও কেউ এমন কোনো অভিযোগ করেনি।’

কমিশনার বলেন, ‘যাত্রীদের মানোন্নয়নে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার সিস্টেম চালু করা হয়েছে। চালক-মালিকসহ যাত্রীদেরও সচেতন হতে হবে। প্রয়োজনে ট্রাফিক পুলিশকে অভিযোগ করার পরামর্শ থাকলো।’

সর্বশেষ সংবাদ

বেগম খালেদা জিয়ার দেশে ফিরতে কিছুদিন বিলম্ব হতে পারে: ডা. জাহিদ

সুস্থতার জন্য দেশে ফিরতে খালেদা জিয়ার কিছুদিন বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ