spot_img

সান্তোসে ফিরেই ম্যাচসেরা নেইমার

অবশ্যই পরুন

অনেক ব্রাজিলিয়ানের কাছে ‘পরবর্তী নেইমার’ হলেন গ্যাব্রিয়েল বোনতেম্পো। ২০ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার নিজেও স্বদেশি কিংবদন্তির অনেক বড় ভক্ত। বুধবার (৫ ফেব্রুয়ারি) সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় বোতাফোগোর মুখোমুখি হয় সান্তোস। ম্যাচটির দ্বিতীয়ার্ধের শুরুতে বোনতেম্পোর বদলি হিসেবে নামেন তারই আইডল নেইমার।

সান্তোস কোচের এমন সিদ্ধান্তে হয়তো খুশি মনেই নেইমারকে জায়গা ছেড়ে দেন বোনতেম্পো। আর তাতেই ১২ বছর পর সান্তোসে নেইমারের প্রত্যাবর্তন হলো।

মাঠে উপস্থিত ছিলেন নেইমার সিনিয়র। তার ভাষায়, এ ম্যাচ দিয়ে ছেলের ‘শেষের চক্র’ শুরু হলো। বুধবার ভিলা বেলমিরোর গ্যালারিতে বসে সান্তোসে ছেলের দ্বিতীয় অভিষেক দেখেছেন বাবা নেইমার সিনিয়র। সেখানেই ম্যাচ শুরুর আগে দেয়া সাক্ষাৎকারে বলেছেন এ কথা।

আর ম্যাচে নেইমার বেশ ভালোও খেলেছেন। দারুণ এক গোলের সুযোগও তৈরি করেছিলেন। হয়েছেন ম্যাচসেরাও। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। নেইমার মাঠে নামার সময় ১-০ গোলে এগিয়ে ছিল সান্তোস। এরপর একটি গোল করে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে বোতাফোগো।

চোট কাটিয়ে ওঠা নেইমার জানিয়েছেন, তিনি এখনো শারীরিক ফিটনেস পুরোপুরি ফিরে পাননি। শৈশবের ক্লাব সান্তোসের হয়ে আবারও মাঠে নামার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সান্তোসকে ভালোবাসি। এই রাতে (বুধবার) কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ মাঠে পুরো ছন্দে ফিরতে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড আরেকটু সময় চাইলেন, ‘আমাকে আরও ম্যাচ খেলতে হবে। এখনো শতভাগ ফিরে পাইনি। অনেক দৌড়ানো এবং খুব বেশি ড্রিবলও করতে চাইনি আজ রাতে (বুধবার)। আশা করি, চার–পাঁচ ম্যাচের মধ্যেই আরও ভালো অনুভব করব।’

সর্বশেষ সংবাদ

বেগম খালেদা জিয়ার দেশে ফিরতে কিছুদিন বিলম্ব হতে পারে: ডা. জাহিদ

সুস্থতার জন্য দেশে ফিরতে খালেদা জিয়ার কিছুদিন বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ