spot_img

দক্ষিণ ভারতের যে তারকারা আমিতাভ-সালমানের থেকেও ধনী

অবশ্যই পরুন

তারকাদের ব্যক্তি জীবন নিয়ে তাদের ভক্তদের বরাবরই অনেক আগ্রহ কাজ করে। এমনকি তাদের সম্পদের পরিমাণ নিয়েই ভক্তরা জানতে চান। সম্প্রতি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায় দক্ষিণ ভারতে এমন একজন যিনি বলিউডের অনেক শক্তিশালী তারকাদের থেকেও অর্থবান। এনকি দক্ষিণ সিনেমার তারকাদের থেকেই এগিয়ে আছেন সেই ধনী অভিনেতা।

সেই অভিনেতা রাজিনীকান্ত, প্রভাস, বিজয় নন। দক্ষিণ ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হলেন ৬১ বছরের তেলুগু সুপারস্টার নাগার্জুন আখিনেনি যিনি সবার কাছে নাগার্জুন নামেই পরিচিত। মনি কন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, নাগার্জুনের মোট মূল্য প্রায় ৪১০ মিলিয়ন যা ভারতীয় মুদ্রায় ৩ হাজার ৫৭২ কোটি রুপি। আর কারণেই তিনি ভারতের অন্যতম ধনী অভিনেতা। তার সম্পদ আমিতাব বচ্চন, আমির খান, সালমান খানের থেকেও বেশি।

বর্তমানে আমিতাভ বচ্চনের মোট সম্পদের পরিমাণ ৩,২০০ কোটি রুপি। এরপর হৃতিক রোশানের ৩,১০০ কোটি রুপি। বলিউডের ভাইজান সালমানের মোট সম্পদের মূল্য ২ হাজার ৯০০ কোটি রুপি। অন্যদিকে অক্ষয় কুমার ২,৭০০ কোটি এবং আমির খান ১,৯০০ কোটি রুপির সম্পদের মালিক।

অন্য দক্ষিণ ভারতীয় অভিনেতাদের তুলনায় নাগার্জুনের সম্পত্তির পরিমাণ অনেক বেশি। এই তালিকায় নাগার্জুনের পরেই রয়েছেন তার সহকর্মী চিরঞ্জীবী, যার সম্পদের মোট মূল্য ১,৬৫০ কোটি রুপি। এছাড়া অন্য ধনী দক্ষিণ ভারতীয় তারকাদের মধ্যে রয়েছেন রাম চরণ (১,৩৭০ কোটি রুপি), কমল হাসান (৬০০ কোটি রুপি), রাজিনীকান্ত (৫০০ কোটি রুপি), জুনিয়র এনটিআর (৫০০ কোটি রুপি), এবং প্রভাস (২৫০ কোটি রুপি)।

সর্বশেষ সংবাদ

বেগম খালেদা জিয়ার দেশে ফিরতে কিছুদিন বিলম্ব হতে পারে: ডা. জাহিদ

সুস্থতার জন্য দেশে ফিরতে খালেদা জিয়ার কিছুদিন বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ