ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারলে রাষ্ট্র, সমাজ ও সভ্যতা বলতে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্ট মাজার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ন্যায়বিচার যেমনি দেশের মানুষের প্রত্যাশা, তেমনি আখিরাতের কথাও চিন্তা করেই বিচার করতে হবে।
একই অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ১১০ কোটি টাকা ব্যয়ে এই আধুনিক মসজিদ নির্মাণ করা হবে। এই মসজিদে ২ হাজার ৩৪০ জন পুরুষ ও ২৩০ জন নারী নামাজ আদায় করতে পারবেন। এখানে মাদরাসা, লাইব্রেরি, লংগরখানা এবং মৃতের গোসলের ব্যবস্থা থাকবে। এছাড়া দু’টি বেজমেন্টে ১৪০টি গাড়ি পার্কিং ও ড্রাইভার ওয়েটিং রুম এবং লিফটের ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।