spot_img

ন্যায়বিচার ছাড়া রাষ্ট্র, সমাজ ও সভ্যতা টিকবে না: আইন উপদেষ্টা

অবশ্যই পরুন

ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারলে রাষ্ট্র, সমাজ ও সভ্যতা বলতে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্ট মাজার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ন্যায়বিচার যেমনি দেশের মানুষের প্রত্যাশা, তেমনি আখিরাতের কথাও চিন্তা করেই বিচার করতে হবে।

একই অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ১১০ কোটি টাকা ব্যয়ে এই আধুনিক মসজিদ নির্মাণ করা হবে। এই মসজিদে ২ হাজার ৩৪০ জন পুরুষ ও ২৩০ জন নারী নামাজ আদায় করতে পারবেন। এখানে মাদরাসা, লাইব্রেরি, লংগরখানা এবং মৃতের গোসলের ব্যবস্থা থাকবে। এছাড়া দু’টি বেজমেন্টে ১৪০টি গাড়ি পার্কিং ও ড্রাইভার ওয়েটিং রুম এবং লিফটের ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সর্বশেষ সংবাদ

শেষ বলের রোমাঞ্চে খুলনাকে কাঁদিয়ে ফাইনালে বরিশালের সঙ্গী চিটাগং

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়েছে চিটাগং কিংস। খাজা মোহাম্মদ নাফির অর্ধশতক ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ