spot_img

রাস্তা না আটকে নিজ এরিয়ায় কর্মসূচি পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

অবশ্যই পরুন

কারণে-অকারণে রাস্তা বন্ধ করে আন্দোলনের করলে জনগণের ধৈর্য্যের বাধ ভেঙে যায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সমস্যা সমাধানে নিজেদের এরিয়ার মধ্যে কর্মসূচি পালনের আহ্বানও জানিয়ছেন তিনি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নৌ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, পুলিশ অ্যাকশনে গেলে আবার গণমাধ্যম তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামিদের মধ্যে যারা ভারতসহ দেশের বাইরে আছে, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফেরানোর ব্যবস্থা করা হবে। গত ১৫ বছরে পুলিশের যে আচারণ ছিল তা পরিবর্তনে কাজ চলছে বলেও জানান উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকারের ৬ মাসের সফলতা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কতটুকু সফল হয়েছে তা বলতে পারবে জনগণ। এছাড়া গতকাল উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

একদিন পুরো কাশ্মীর আমাদের হবে: পাক সেনাপ্রধান

ভারতের দখলে থাকা কাশ্মীরও একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন পাক সেনাপ্রধান জেনারেল অসীম মুনীর। আজ বুধবার (৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ