spot_img

কেন নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা, খোলাসা করলেন হাসনাত

অবশ্যই পরুন

বিদ্যমান রাজনৈতিক দল ও বিদ্যমান রাজনৈতিক কাঠামো জনগণ ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন হাসনাত।

পরে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক এক ক্যাম্পেইন শুরুর কথাও জানান হাসনাত।

এসময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানান, নতুন দলের রাজনৈতিক নীতি তৈরির আগে লক্ষাধিক মানুষের সরাসরি মতামত গ্রহণ করা হবে। জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই নতুন দল এ মাসের মধ্যেই যাত্রা শুরু করবে।

এদিকে, পদত্যাগ না করে কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

সর্বশেষ সংবাদ

বিশ্বখ্যাত দানবীর আগা খানের প্রয়াণ

বিশ্বখ্যাত দানবীর আগা খান লিসবনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের বরাতে আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ