spot_img

আখেরি মোনাজাতে শেষ হলো প্রথম পর্বের বিশ্ব ইজতেমা

অবশ্যই পরুন

টঙ্গীর তুরাগ নদের তীরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ০৮ মিনিটে মোনাজাত শুরু হয়। মোনাজাত চলে ১৯ মিনিট।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের। এর আগে বাদ ফজর বয়ান করেন ভারতের বেঙ্গালুরুর তাবলিগের শীর্ষ মুরুব্বি ভাই ফারুক। এর তরজমা করেন মুফতি আমানুল হক।

সকাল সাড়ে ৯টার দিকে ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়াতি বয়ান করে। পরে সঙ্গে সঙ্গে এর তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। হেদায়াতি বয়ানের পর নসিয়তমূলক বক্তব্য পেশ করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা। এরপর বাংলায় অনুবাদ করেন মাওলানা জুবায়ের। নসিয়তমূলক বক্তব্য শেষে শুরু হয় আখেরি মোনাজাত।

বিশ্ব ইজতেমার ময়দান ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নার বুক ভাসায় লাখ লাখ মুসল্লি।

মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করেন। ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি স্রষ্টার দরবারে কান্নাকাটি করেন। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিশ্বের পথভ্রষ্ট মুসলিমদের সঠিক পথে চলা এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তাওফিক কামনা করা হয়। লাখো কণ্ঠে উচ্চারিত হয় আমিন-আমিন ধ্বনি।

প্রসঙ্গত, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয়।

ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপ শুরু হয়।

ভারতের মাওলানা সাদ অনুসারীরা ৮ দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন। ২০২৫ সালের বিশ্ব ইজতেমা আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

সর্বশেষ সংবাদ

বিশ্বখ্যাত দানবীর আগা খানের প্রয়াণ

বিশ্বখ্যাত দানবীর আগা খান লিসবনে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের বরাতে আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ