spot_img

হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে সত্যি কী প্রস্রাব করেছিল কুকুর, যা জানা গেল

অবশ্যই পরুন

অমর একুশে বইমেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঘৃণা স্তম্ভ’-এর ছবি সংযুক্ত করে ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। সম্প্রতি সেই ডাস্টবিনে প্রস্রাবরত একটি কুকুরের ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। তবে আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, ছবিটি আসল নয় বরং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। তাদের টিমের অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত ছবিটির সঙ্গে ২০১৭ সালের ২৫ জানুয়ারি Andrew Dandrew নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘Why do dogs pee on car tires?’ শিরোনামের একটি ভিডিওর থাম্বনেইলে থাকা কুকুরের ছবির সঙ্গে  হুবহু মিল রয়েছে।

এছাড়া, ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর ভারতের সংবাদমাধ্যম News 18-এর এক প্রতিবেদনে ‘Do you know: কেন গাড়ির টায়ার বা ল্যাম্প পোস্টে প্রস্রাব করে কুকুর? জানুন আসল কারণ’ শিরোনামে একই কুকুরের ছবি পাওয়া যায়।

অর্থাৎ, শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনের ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রস্রাবরত কুকুরের ছবিটি যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

উপরোক্ত তথ্যাদি থেকে প্রস্রাবরত কুকুরের ছবিটির মূল উৎস জানা না গেলেও এটি নিশ্চিত যে ২০১৭ সাল থেকে ছবিটি ইন্টারনেটে রয়েছে। সুতরাং, শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে কুকুরের প্রস্রাব করার দৃশ্যটি এডিটেড বা সম্পাদিত।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে পর্তুগাল!

পর্তুগাল আগামী সেপ্টেম্বর মাসেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো দপ্তর। আজ বৃহস্পতিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ