spot_img

যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপীয় প্রতিরক্ষা কাজ করবে না: ন্যাটো প্রধান

অবশ্যই পরুন

ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে বাণিজ্য ইস্যু নিয়ে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ইউরোপীয় জোটের সম্মিলিত প্রতিরোধের ওপর প্রভাব ফেলবে না। তবে তিনি সঙ্কা প্রকাশ করে বলেন, ওয়াশিংটন ছাড়া ইউরোপীয় প্রতিরক্ষা কৌশল একটি ‘বোকামি চিন্তা’ ছাড়া কিছুই নয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (৩ ফেব্রুয়ারি) এক বিব্রিতিতে মার্ক রুট বলেন, ‘আমাদের একসাথে থাকতে হবে। এছাড়াও ভূ-রাজনৈতিক ‘হুমকি বিশেষকরে রাশিয়ার কথা উল্লেখ করেন তিনি।

“পশ্চিমাদের এখন সবচেয়ে ভালো কাজ হলো ঐক্যবদ্ধ থাকা এবং আমি জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও একই চিন্তাভাবনা প্রচলিত রয়েছে,’ তিনি আরও যোগ করেন।

ট্রাম্প ন্যাটো অংশীদারদের প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত ব্যয় না করার অভিযোগ করার পর এবং আক্রমণের ক্ষেত্রে তাদের সুরক্ষা না দেয়ার হুমকি দেয়ার পরে রুট এমন মন্তব্য করেন।

সর্বশেষ সংবাদ

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পথচারী মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ