spot_img

ফের আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

অবশ্যই পরুন

আবারও অবৈধ বোলিং অ্যাকশনের সন্দেহ তৈরি হয়েছে বাংলাদেশি ক্রিকেটার আরাফাত সানিকে ঘিরে। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বিপিএলের প্রথম কোয়ালিফায়ারের ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম কিংস ম্যাচ শেষে জানা যায় সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা।

বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান জানিয়েছেন, প্লে-অফের আগেই আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ জাগে। তিনি বলেন, ‘লিগ পর্বের শেষ ম্যাচে সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হয়। আগামী সাত দিনের মধ্যে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় ফেল করলে ফের তার বোলিং নিষিদ্ধ হবে। তবে আপাতত সানির বোলিং করতে কোনো বাধা নেই।’

এর আগে, ২০১৬ টি২০ বিশ্বকাপের সময়ও সানির বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে অ্যাকশন বদলে ফিরে আসেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। দীর্ঘ ৯ বছর পর আবার তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ জাগল।

চলতি বিপিএলে এর আগে চট্টগ্রামের স্পিনার আলিস আল ইসলামের বোলিং নিয়েও সন্দেহ করা হয়েছিল। প্রশ্ন উঠেছিল তার অফ স্পিনের ক্রস সিম ডেলিভারি নিয়ে। আলিস এরপর বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে পরীক্ষা দিয়ে পাস করেছেন।

সর্বশেষ সংবাদ

মিয়ানমারে সেনাবাহিনীতে নিয়োগের যোগ্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সেনাবাহিনীতে নিয়োগের যোগ্য এমন যেকোনও নাগরিকের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সংঘাতে জর্জরিত মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা। সরকারের অনুমতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ