spot_img

ফাইনালে কিউই তারকাকে আনছে ফরচুন বরিশাল

অবশ্যই পরুন

বিপিএলের শেষভাগে এসে দেখা মিলছে বড় বড় সব তারকা ক্রিকেটারদের। সোমবার (৩ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে খুলনার বিপক্ষে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে মাঠে নামিয়েছিল রংপুর রাইডার্স।

এবার নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার জেমস নিশামকে উড়িয়ে আনছে ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে খরবটি নিশ্চিত করা হয়েছে।

বিপিএলের এবারের আসরে দারুণ ছন্দে আছে ফরচুন বরিশাল। ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থেকে লিগ পর্বের খেলা শেষ করেছে তারা। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনালও। এবার ফাইনালের আগে কিউই অলরাউন্ডার নিশামকে দলে নিয়েছে তারা।

বিদেশি ক্রিকেটারদের কালেকশানে এবার সবচেয়ে এগিয়ে ছিল রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। ইতোমধ্যে খুলনার কাছে হেরে বিদায় নিয়েছে রংপুর। কাইল মেয়ার্স, মোহাম্মদ নবী, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আলী, জেমস ফুলার, ডেভিড মালানসহ নামীদামী অনেক তারকা ক্রিকেটারকে দলে নিয়েছিল বরিশাল। এবার নিশামও খেলবেন বরিশালের জার্সিতে।

বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এবারও উঠেছে ফাইনালে। নিশ্চিতভাবেই টুর্নামেন্টের শিরোপাটা নিজেদের কাছেই রেখে দিতে চাইবে তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ এখনও নিশ্চিত নয়। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংসের মধ্যকার ম্যাচে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে বরিশালের।

সোমবার কিউই অলরাউন্ডার তার ইনস্টাগ্রাম স্টোরিতে দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি বাংলাদেশে আসার কথা জানিয়েছেন। তখন থেকেই গুঞ্জন ওঠে, বিপিএলে কোন দলের হয়ে খেলবেন তিনি। তবে ফরচুন বরিশাল নিশ্চিত করেছে যে, জেমস নিশাম তাদের দলেই যোগ দিচ্ছেন। অর্থাৎ বিপিএলের ফাইনালে একটি ম্যাচই খেলার সুযোগ পাবেন নিশাম।

সোমবার দুপুরে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। দিনের আরেক ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। বুধবার (৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে চিটাগং কিংস এবং খুলনা টাইগার্স।

সর্বশেষ সংবাদ

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিবাসী অধিকার সংস্থার মামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে অভিবাসী অধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ-আকলু)। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ