যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অ্যালকোহল থেকে শুরু করে গৃহস্থালীর যন্ত্রপাতি ও ক্রীড়া সামগ্রী পর্যন্ত ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলার সমমানের যুক্তরাষ্ট্রের পণ্যের ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন।
এর আগে, শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ এবং চীনের পণ্যে বর্তমান হারের চেয়ে বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দেন।
শুল্ক আরোপের বিষয়ে ট্রুডো জানান, তিনি কানাডিয়ানদের পক্ষে দাঁড়াতে পিছপা হবেন না। তবে সীমান্তের উভয় পাশের মানুষ এ বাণিজ্য যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেন।
শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এ অবস্থায় থাকতে চাই না। আমরা এটা চাইনি।’
কানাডিয়ান প্রধানমন্ত্রী আরো জানান, মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে এবং কানাডিয়ান সংস্থাগুলোকে সামঞ্জস্য করার সময় দেয়ার জন্য ২১ দিনের মধ্যে আরো ১২৫ বিলিয়ন মূল্যের শুল্ক কার্যকর হবে।
সূত্র : বিবিসি