spot_img

প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে গ্র্যামি জয়ে ইতিহাস গড়লেন বিয়ন্সে

অবশ্যই পরুন

সঙ্গীত জগতের সবচেয়ে বড় এবং সম্মানজনক পুরস্কারগুলোর মধ্যে অন্যতম হলো গ্র্যামি অ্যাওয়ার্ড। হলিউডের পপ স্টার বিয়ন্সে গ্র্যামির মঞ্চে আবারও তৈরি করলেন অনন্য এক ইতিহাস। ৫০ বছর পর প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী হিসেবে বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে গ্র্যামি জয় করেছেন তিনি।

গতবছর মুক্তি পাওয়া তার অ্যালবাম ‘কাউবয় কার্টার’ এই সাফল্য অর্জন করেছে। অ্যালবামটি মূলত আমেরিকার পশ্চিমাঞ্চলে বসবাসকারী কৃষ্ণাঙ্গ পশুপালকদের জীবনকথা তুলে ধরেছে। এটি মুক্তির পর থেকেই দারুণ জনপ্রিয়তা পায়।

২ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় সোমবার সকাল) লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো টাউন অ্যারেনায় ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সঙ্গীত জগতের নানা তারকাদের অসাধারণ পারফরম্যান্স এবং সাফল্য উদযাপিত হয়েছে।

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। গতবছর মুক্তি পেয়েছিল বিয়ন্সের অ্যালবাম কাউবয় কার্টার। কান্ট্রি মিউজিকের এই অ্যালবামের জন্যই ১১টি গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। এবারের গ্র্যামিতে এতগুলো মনোনয়ন আর কেউ পাননি।

২০২৫ সালের গ্র্যামির মঞ্চে সেরা কান্ট্রি অ্যালবামের শিরোপা পেল বিয়ন্সের কাউবয় কার্টার। গতবছর মুক্তি পাওয়া এই অ্যালবামটি মূলত আমেরিকার পশ্চিম অংশে বসবাসকারী কৃষ্ণাঙ্গ পশুপালকদের নিয়ে। সেই অ্যালবামকেই সেরার শিরোপা দিল গ্র্যামির মঞ্চ। বিয়ন্সের হাতে গ্র্যামি তুলে দেন টেইলর সুইফট।

গ্র্যামি হাতে নিয়ে বিয়ন্সে বলেন, আমি সবাইকে অনুপ্রেরণা জোগাতে চাই যেন নিজের আগ্রহ নিয়েই যেন সকলে কাজ করেন এবং নিজেদের লক্ষ্য পূরণ করেন।

এছাড়া এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পাঁচ পুরস্কার জিতেছেন আরেক সঙ্গীত তারকা কেনড্রিক লামার। তরুণ এই র‍্যাপার ‘নট লাইক আস’-এর জন্য জিতেছেন রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কার, একই গানের জন্য সং অব দ্য ইয়ার পুরস্কারও জিতেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

‘তিতুমীরের শিক্ষার্থীরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে, পেছনে কারা জড়িত আপনারা জানেন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেয়ার দাবিতে যে আন্দোলন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ