spot_img

তুরাগ তীরে চলছে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ

অবশ্যই পরুন

টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। সোমবার (৩ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় শুরায়ে নিজামের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমা।

এতে অংশ নিচ্ছেন সারাদেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন তারা। চলছে দ্বীন পালন ও দাওয়াতী কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে ব্যস্ত বিদেশ থেকে আসা মেহমানরাও।

গতকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। আত্মার পরিশুদ্ধির পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের শান্তি কামনায় ফরিয়াদ জানান কয়েখ লাখ মুসল্লি।

দ্বিতীয় ধাপের এই ইজতেমা শেষ হবে ৫ ফেব্রুয়ারি। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থিদের ইজতেমা।

সর্বশেষ সংবাদ

প্রথমবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন কিলিয়ান এমবাপ্পে

ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতাকে দেয়া সম্মানজনক ইউরোপিয়ান গোল্ডেন বুট প্রথমবারের মতো জিতলেন কিলিয়ান এমবাপ্পে। ২০২৪-২৫ মৌসুমের জন্য এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ