spot_img

শুল্ক নীতির কারণে অর্থনৈতিক কষ্টের ট্রাম্পের স্বীকারোক্তি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২ ফেব্রুয়ারি) স্বীকার করেছেন, তার শুল্ক নীতির কারণে মার্কিন জনগণ অর্থনৈতিক কষ্ট অনুভব করতে পারেন। তবে তিনি দাবি করেন, দেশের স্বার্থ রক্ষার জন্য এটি মূল্যবান হবে।

গত শনিবার তিনি প্রতিবেশী মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে স্বাক্ষর করেন এবং চীনের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসান। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই বাণিজ্য যুদ্ধ মার্কিন প্রবৃদ্ধি কমাতে এবং ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে।

ট্রাম্প রোববার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে লেখেন, “কিছু কষ্ট হবে? হ্যাঁ, হতে পারে (এবং না-ও হতে পারে!) তবে আমরা যুক্তরাষ্ট্রকে আবার মহান করব!”

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নাল তার শুল্ক নীতির কঠোর সমালোচনা করে এটিকে “ইতিহাসের সবচেয়ে বোকামিপূর্ণ বাণিজ্য যুদ্ধ” বলে অভিহিত করেছে। ট্রাম্প পাল্টা আক্রমণে বলেন, “গ্লোবালিস্টদের নেতৃত্বে থাকা শুল্কপন্থী লবি মার্কিন স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।”

এছাড়া ট্রাম্প আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার আহ্বান জানান। তিনি বলেন, “কানাডা আমাদের ৫১তম অঙ্গরাজ্য হওয়া উচিত, এতে কর কমবে, সামরিক সুরক্ষা বাড়বে এবং শুল্ক থাকবে না!”

২০২৪ সালে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল ৫৫ বিলিয়ন ডলার, যা ট্রাম্পের শুল্ক নীতির অন্যতম কারণ বলে বিশ্লেষকরা মনে করছেন।

সর্বশেষ সংবাদ

সেনাপ্রধানের সঙ্গে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারের সাক্ষাৎ

মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভ্যালেন্টিনো ফিরি ঢাকা সেনানিবাসের সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

এই বিভাগের অন্যান্য সংবাদ