spot_img

পশ্চিম তীরে ইসরাইলি বিমান হামলায় কিশোরসহ নিহত ৫

অবশ্যই পরুন

ফিলিস্তিনে অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিনে শনিবার ইসরাইলি বিমান হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনের বার্তাসংস্থা ওয়াফা ও স্থানীয় কর্মকর্তাদের মতে, প্রথম আক্রমণে ইসরাইলের ছোঁড়া একটি ড্রোন জেনিন শহরের এক রাস্তায় আঘাত করে। এতে ১৬ বছর বয়সী আহমদ আল-সাদি নিহত এবং আরো দু’জন গুরুতর আহত হন।

পরে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে জেনিন এলাকায় ইসরাইলি বিমান হামলায় আরো চারজন নিহত হয়েছেন।

জেনিনের গভর্নর কামাল আবু আল-রবের মতে, দ্বিতীয় ও তৃতীয় হামলাটি কয়েক মিনিট পরে দু’টি পৃথক স্থানে ঘটে।

গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মাত্র কয়েকদিন পরেই ইসরাইল ‘আয়রন ওয়াল’ নামক এই মারাত্মক অভিযান শুরু করে। অভিযানে ইসরাইলি বাহিনী দখলকৃত এলাকাজুড়ে কমপক্ষে ২০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরো কয়েক ডজন ফিলিস্তিনিকে আহত করেছে।

জেনিনে হামলার পাশাপাশি ইসরাইলি সেনাবাহিনী টানা ছয় দিন ধরে তুলকারেম শহর ও এর শরণার্থী শিবিরে তীব্র সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এতে ফিলিস্তিনিরা তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছে।

শনিবার ইসরাইলি বাহিনী পশ্চিম তীরের নিকটবর্তী বালাতা ক্যাম্প, নাবলুস ও আল-আইন শরণার্থী শিবিরসহ আরো বেশ কয়েকটি এলাকায় হামলা চালায়।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

মুসলিম দেশ কিরগিজস্তানে নিকাব নিষিদ্ধ

মুসলিম প্রধান দেশ কিরগিজস্তান এবার নিরাপত্তার স্বার্থে নিকাব পরিধান নিষিদ্ধ করেছে। এই আইন চলতি মাসের শুরু থেকে কার্যকর হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ