বড় রহস্যময় একটা মৌসুম যাচ্ছে রিয়াল মাদ্রিদের। কখনো ঝড়ের গতিতে উড়তে থাকে তারা, কখনো লজ্জায় ডুবে। যেমন ঘটলো গত রাতে, লস ব্লাঙ্কোজরা হেরেছে অবনমনের শঙ্কায় থাকা দলের বিপক্ষে।
শনিবার রাতে এখন পর্যন্ত লা লিগার শীর্ষ দল রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয় অবনমনের শঙ্কায় থাকা এস্পানিওয়েলের বিপক্ষে। আরসিডিই স্টেডিয়ামে এই ম্যাচে কিনা হেরে গেছে ১-০ ব্যবধানে।
এই হারে আবারো জমে উঠেছে লিগ টেবিল। দু’য়ে থাকা আথলেটিকো মাদ্রিদের সাথে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ব্যবধান কমে আসছে মাত্র ১। আর ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯। আথলেটিকো ৪৮ পয়েন্ট নিয়ে আছে দু’য়ে।
আক্রমণ পাল্টা-আক্রমণ চললেও উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারছিল না কেউ। এর মাঝেই পঞ্চদশ মিনিটে বড় এক ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আন্টোনিও রুডিগারকে।
এর মাঝে ম্যাচের ২১তম মিনিটেই গোলের দেখা পেয়ে যায় আনচেলত্তির শিষ্যরা। বল জালে জড়িয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। কিন্তু কিলিয়ান এমবাপ্পে একই সময়ে ফাউল করায় বাতিল হয় সেই গোল।
এরপরও একাধিক সুযোগ তৈরি করে রিয়াল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। ৭৬তম মিনিটে গোল আসতে আসতেও আসেনি, রদ্রিগোর শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লেগে ফেরে।
পরের মিনিটে এমবাপ্পের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন এস্পানিওল গোলরক্ষক। তাতে বাড়তে থাকে হতাশা। এর মাঝেই ৮৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে রিয়ালকে স্তব্ধ করে দেয় এস্পানিওল।
সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে ম্যাচের একমাত্র গোলটি করেন রোমেরো। বাকি সময়ে প্রাণপণ চেষ্টা করেও হার এড়াতে পারেনি রিয়াল।
অবিশ্বাস্য এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এলো এস্পানিওল। ২২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে উঠে এসেছে তারা।