spot_img

আদালতের নির্দেশে ইতালি ফিরছেন বাংলাদেশিসহ ৪৯ অভিবাসী

অবশ্যই পরুন

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করার সময় আন্তর্জাতিক জলসীমা থেকে উদ্ধার হওয়া বাংলাদেশিসহ ৪৯ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠানোর তিন দিনের মাথায় তাদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে রোম আদালতের আপিল বিভাগ।

গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) আদালতের বিচারকরা অভিবাসীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন এবং শনিবার সন্ধ্যার মধ্যে তাদের ইতালিতে ফিরিয়ে আনার পক্ষে রায় দেন।

ইতালির গণমাধ্যম ‘লা রিপাবলিকা’ এক প্রতিবেদনে জানিয়েছে, এটি তৃতীয়বারের মতো ঘটনা, যখন ইতালি সরকার আলবেনিয়ায় পাঠানো অভিবাসীদের ফিরিয়ে আনতে বাধ্য হলো।

প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালিতে প্রবেশের সময় উদ্ধার হওয়া অভিবাসীদের আলবেনিয়ায় পাঠায় ইতালি সরকার। সর্বশেষ সোমবার (২৯ জানুয়ারি) ৪৯ জন অভিবাসীকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। তাদের মধ্যে ছয়জনকে (অপ্রাপ্তবয়স্ক ও অসুস্থ) ইতালিতে ফিরিয়ে নেওয়া হলেও বাকি ৪৩ জনকে আলবেনিয়ায় রাখা হয়, যাদের অধিকাংশই বাংলাদেশি।

বিচারকরা এক সাক্ষাৎকারে বলেন, “প্রতিটি অভিবাসীর স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা জরুরি। আশ্রয়ের নামে কাউকে আটকে রাখা তার অধিকার হরণের শামিল।”

এদিকে, আলবেনিয়ায় পৌঁছানো ৪৩ জন অভিবাসীর আশ্রয় আবেদন বাতিল করেছে সেখানকার আদালত। তবে তাদের সাত দিনের মধ্যে আপিল করার সুযোগ দেওয়া হয়েছিল।

বর্তমানে রোম আদালত ইতালি সরকারের এই অভিবাসন নীতির বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আদালতে পাঠিয়েছে এবং তাদের কর্মকাণ্ড যাচাই-বাছাই করার অনুরোধ জানিয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি ইইউ আদালত এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বছরের ১৮ অক্টোবর ও ১১ নভেম্বর বাংলাদেশিসহ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠিয়েছিল ইতালি সরকার। তবে আদালতের নির্দেশে তাদের পুনরায় ফিরিয়ে আনা হয়।

সর্বশেষ সংবাদ

নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি পর্যটকবাহী বাস উল্টে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (২২ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ