spot_img

আল্লাহভীতির সুফল পৃথিবীতেই মেলে

অবশ্যই পরুন

মুমিনের হূদয়ে অমূল্য সম্পদ তাকওয়া বা আল্লাহভীতি। তাকওয়াপূর্ণ জীবন মুমিনের সাফল্যের সোপান। তাকওয়ার অনুপস্থিতি বহু পাপের জন্ম দেয়। তাই সুফল শুধু পরকালীন জীবনে পাওয়া যায় না, বরং পার্থিব জীবনেও এর বহুবিধ কল্যাণ নিহিত আছে। নিম্নে এমন কয়েকটি সুফল তুলে ধরা হলো।

১. মুমিনের কাজ সহজ করে: তাকওয়ায় মুমিনের কাজকে সহজ করে। ফলে তার পুণ্যের কাজে জটিলতা দেখা দেয় না। নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি সব ইবাদত যথাযথ আদায় করা সহজ হয়ে যায়। কোরআনে ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে ভয় করবে আল্লাহ তাআলা তার কাজকে সহজ করে দেবেন।’ (সুরা তালাক, আয়াত : ৪)

২. শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে: তাকওয়া মুমিনকে শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই মুত্তাকিদেরকে শয়তান স্পর্শ করলে (কুমন্ত্রণা দিলে) তারা আল্লাহকে স্মরণ করেন। তাদের দৃষ্টি তখনই খুলে যায়।’ (সুরা আরাফ, আয়াত : ২০১)

৩. জীবনে সচ্ছলতা আনে: মুত্তাকি ব্যক্তি সর্বদা আল্লাহ তাআলার ওপর ভরসা রাখেন। সুখে-দুঃখে, বিপদে-আপদে আস্থা থাকে আল্লাহ তাআলার ওপর। এজন্য মহান আল্লাহ তাকে কোনো এক সময় সচ্ছলতা দান করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তার জন্য  রিজিকের পথ (কর্মসংস্থান) বের করে দেবেন এবং তাকে অপ্রত্যাশিত নেয়ামত দান করবেন।’ (সুরা তালাক, আয়াত : ২-৩)

৪. আল্লাহর নৈকট্য দান: তাকওয়া মুমিনকে দুনিয়াতে আল্লাহর ওলি বানিয়ে দেয়। মুমিন তাকওয়ার সজ্জায় জীবন সাজালে প্রভুর আনুগত্যের পূর্ণ সীমায় পৌঁছে যায়। তখন সে আল্লাহর প্রিয় হয়ে যায়। কোরআনে ইরশাদ হয়েছে, ‘একমাত্র মুত্তাকিরাই আল্লাহ তায়ালার ওলি।’ (সুরা আনফাল, আয়াত : ৩৪)

৫. আল্লাহ অনুগ্রহ লাভ: তাকওয়ার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ অর্জন করা সহজ হয়। কেননা মুত্তাকিরা আল্লাহর প্রিয়জন। ইরশাদ হয়েছে, ‘আমার অনুকম্পা সবকিছুকেই বেষ্টন করে আছে। সুতরাং অচিরেই আমি তা মুত্তাকি, জাকাত আদায়কারী ও আমার নিদর্শনে বিশ্বাসীদের জন্য লিখে দেব।’ (সুরা আরাফ, আয়াত : ১৫৬)

৬. আল্লাহর সন্তুষ্টি অর্জন: তাকওয়া আল্লাহ তায়ালার বরকত কাছে নিয়ে আসে। মুমিন মুত্তাকি বান্দা অল্পতে সন্তুষ্ট থাকেন। এজন্য আল্লাহ তাআলা সে অল্পতেই অনেক কল্যাণ দান করেন। ইরশাদ হয়েছে, ‘যদি গ্রামবাসী আল্লাহ তাআলার প্রতি ঈমান আনত ও তাকওয়া অর্জন করত আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকত দ্বার খুলে দিতাম।’ (সুরা আরাফ, আয়াত : ৯৬)
আল্লাহ সবাইকে আল্লাহভীতির জীবন দান করেন। আমিন।

সর্বশেষ সংবাদ

ব্যয়বহুল সিনেমা নির্মাণ করে ইতিহাস গড়তে যাচ্ছে সৌদি আরব

সৌদি আরব বিনোদন ও সংস্কৃতি অঙ্গনে একের পর এক চমক নিয়ে আছে। এবার সিনেমা নির্মাণ করে ইতিহাস গড়তে যাচ্ছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ