চ্যাম্পিয়নস ট্রফির আগেই বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মিচেল মার্শ চোটের কারণে আসন্ন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। পিঠের ইনজুরির কারণে অন্তত কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে, যার ফলে অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন আনা হচ্ছে।
গেল কয়েক সপ্তাহ ধরেই পিঠের চোটে ভুগছিলেন মার্শ। অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিম তার চোটের বিষয়ে বিস্তারিত পর্যবেক্ষণের পর জানায়, তাকে আরও কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এই পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক প্যানেল (এনএসপি) এবং মেডিক্যাল টিম একমত হয় যে, মার্শকে স্কোয়াড থেকে বাদ দিতে হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, পিঠের নিম্নভাগের ব্যথা এবং অক্ষমতার কারণে আইসিসি পুরুষ চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। নির্বাচন প্যানেল এবং মেডিক্যাল টিম তাকে স্কোয়াড থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মার্শের ছিটকে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার স্কোয়াডে শূন্যতা তৈরি হয়েছে। তার পরিবর্তে দলে কে আসবেন, তা এখনও চূড়ান্ত করেনি নির্বাচকরা। তবে সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় রয়েছেন জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি এবং ম্যাট শর্ট। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়াকে মার্শের বদলি খেলোয়াড়ের নাম জানাতে হবে আইসিসিকে।
প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ আয়োজনে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে কবে মাঠে নামবে, তা নির্ধারিত সূচি অনুযায়ী ঘোষণা করা হবে।