spot_img

সুইডেনে প্রকাশ্যে কোরআন পোড়ানো সেই যুবক গুলিতে নিহত

অবশ্যই পরুন

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় আদালতের রায় পাওয়ার কয়েক ঘন্টা আগে এক ইরাকি শরণার্থী এবং ইসলামবিরোধী প্রচারককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে স্টকহোমের নিকটবর্তী সডারতালি শহরে তাকে গুলি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুইডিশ পুলিশ।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে মোমিকাকে গুলি করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ও তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তবে গুলি চালানো ব্যক্তিও আটক ব্যক্তিদের মধ্যে আছেন কি না, তা নিশ্চিত করে বলা যায়নি।

সুইডিশ সংবাদমাধ্যম এসভিটি জানিয়েছে, ৩৮ বছর বয়সী সালওয়ান মোমিকা একটি বাড়ির ভেতর গুলিবিদ্ধ হন। হত্যার সময় তিনি টিকটকে লাইভে ছিলেন। এক ভিডিওতে দেখা গেছে, পুলিশ ঘটনাস্থল থেকে তার ফোনটি নিয়ে সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

এদিকে, একই মামলার অভিযুক্ত আরেক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আশঙ্কা প্রকাশ করে বলেন, আমি পরবর্তী টার্গেট হতে পারি। এই পরিস্থিতিতে তিনি তার নিরাপত্তা চেয়েছেন।

সুইডিশ সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে এবং বিষয়টি দেশের নিরাপত্তায় কী ধরনের প্রভাব ফেলতে পারে তা মূল্যায়ন করা হচ্ছে।

২০২৩ সালে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনার পর জঙ্গি হামলার হুমকি বৃদ্ধি পায় ও দেশটির সন্ত্রাসবিরোধী সতর্কতা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়। যদিও সুইডিশ সরকার কোরআন পোড়ানোর ঘটনাগুলোর নিন্দা জানিয়ে বলেন, প্রথমদিকে এটিকে আমরা সুইডেনের মতপ্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে বিবেচিনা করেছি।

সুইডিশ মাইগ্রেশন এজেন্সি ২০২৩ সালে মোমিকাকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেয়, কারণ তিনি নথিতে ভুল তথ্য দিয়েছিলেন। তবে ইরাকে তার ওপর নির্যাতন ও অমানবিক আচরণের ঝুঁকি থাকায় তাকে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া। ২০১৯ সালে সাময়িকভাবে তাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ