spot_img

মেয়েদের খোলামেলা পোশাক নিয়ে যা বললেন উরফি

অবশ্যই পরুন

মেয়েরা শরীর ঢাকলেই নাকি নিরাপদ! এমন তথ্য বা বক্তব্য বহু বার বহু জন বলেছেন। বিশেষ করে ধর্ষণের মতো ঘটনা প্রকাশ্যে এলে। একই বক্তব্য ফের শোনালেন উদ্যোগপতি মান্নান দত্ত। তিনি পেশায় আত্মরক্ষা প্রশিক্ষক, মার্শাল আর্ট অ্যাকাডেমির একটি শাখার কর্ণধার। মেয়েদের মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “বিপজ্জনক রাস্তায় মেয়েরা যদি খোলামেলা পোশাক পরে হাঁটেন তা হলে তাঁদের বিপদে পড়তেই হবে!”

তাঁর এই বক্তব্য ঝলক আকারে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নজরে আসে উরফি জাভেদের। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদে ফেটে পড়েন। প্রশ্ন তোলেন, “মেয়েরা কি ইচ্ছাকৃতভাবে ছোট পোশাক পরে বিপজ্জনক রাস্তায় হাঁটেন, ধর্ষণের শিকার হবেন বলে?” আফসোস তাঁর, ধর্ষককে শাস্তি দেওয়ার বদলে ধর্ষিতার পোশাক নিয়ে প্রশ্ন তোলা বোধ হয় আজও বেশি সহজ।

একুশ শতকেও পুরুষতান্ত্রিক সমাজে যখনই ধর্ষণের মতো বিষয় নিয়ে কথা ওঠে তখনই নারী সমালোচিত তার পোশাক নিয়ে। একই কথা শোনা গিয়েছে উদ্যোগপতি মান্নানের মুখেও। তিনি মেয়েদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শেখার সঙ্গে পোশাকের উপরে যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন।

এ-ও জানিয়েছেন, এ কথা বললেই মেয়েরা প্রতিবাদ জানান। তাঁদের পাল্টা যুক্তি, গা- ঢাকা পোশাক পরেও চার বছরের শিশু কিংবা বোরখায় ঢাকা নারী ধর্ষিত হন। তাঁদের মতে, পোশাক ধর্ষণের অন্যতম কারণ নয়। সেই মত মেনে নিয়ে মান্নানও কিছু যুক্তি দেখিয়েছেন। তাঁর মতে, যে রাস্তায় চুরি-ছিনতাই বেশি হয় সেই রাস্তা দিয়ে কেউ যদি দামি ঘড়ি, ফোন বা ব্যাগভর্তি টাকা হাতে নিয়ে হাঁটেন— তাঁর বিপদ হবেই। এই নিয়ম নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। পরিবেশ-পরিস্থিতি বুঝে পোশাক নির্বাচন করলে হয়তো কিছুটা হলেও নিন্দনীয় ঘটনা আটকানো সম্ভব।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ সংবাদ

আইন উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের আলোচনা

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ