spot_img

আগামী দুদিন কেমন থাকবে শীত, জানালো আবহাওয়া অফিস

অবশ্যই পরুন

সারা দেশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে, ফলে শীতের প্রকোপ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী তিন দিন দেশের আবহাওয়া শুষ্ক থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া বৃহস্পতিবার দেশের কিছু অঞ্চলে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। মঙ্গলবার রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আজ ও আগামীকাল বুধবার দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার রাতে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পাশাপাশি দিনের তাপমাত্রাও কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং কুমিল্লা অঞ্চলের দু-একটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।

এদিকে, গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, যা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ সংবাদ

‘মানুষ’ হিসেবে স্বীকৃতি পেলো নিউজিল্যান্ডের তারানাকি পর্বত

পর্বত কীভাবে মানুষ হিসেবে স্বীকৃতি পায়? অদ্ভুত শোনালেও নিউজিল্যান্ডের মাউন্ট তারানাকি পর্বতটিকে আইনিভাবে একজন ‘মানুষ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ