spot_img

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সব প্রস্তাব গ্রহণযোগ্য নয়: সিইসি

অবশ্যই পরুন

সংস্কার কমিশনের কয়েকটি প্রস্তাবে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। সংসদীয় আসন পুনর্বিন্যাসে প্রয়োজনে আইন সংশোধন করা হবে বলেও জানান তিনি।

রোববার (২৬ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) টকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংসদীয় আসন পুনর্বিন্যাস ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম অন্য কর্তৃপক্ষের হাতে থাকলে ইসি’র স্বাধীনতা খর্ব হবে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ৩ মাসের মধ্যে নির্বাচন করতে পেরেছিলো। কারণ কী কী কাজ করতে হবে তা জানা ছিলো তাদের। কিন্তু বর্তমান কমিশন বিভিন্ন জায়গায় আটকে আছে। যদি আইন ও বিধি ঠিক থাকে এই কমিশনও ৩ মাসের মধ্যে নির্বাচন করতে পারতো বলে মন্তব্য করেন সিইসি।

নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন জুনের হওয়ার যে কথা বলছেন তখন দেশে বর্ষাকাল থাকবে। সাধারণত এ সময়ে নির্বাচন হয় না। যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে অক্টোবরের মধ্যেই আমাদের প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের কমপক্ষে দুই মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে আইন-কানুন, বিধি-বিধানের কাজ দ্রুত শেষ করার প্রস্তুতি রাখতে হবে।

সর্বশেষ সংবাদ

১ লাখ নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র

বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে যুক্তরাষ্ট্র। প্রশাসনসূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১ লাখ নথিবিহীন অভিবাসীকে নিজ নিজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ