spot_img

হ্যাটট্রিক হলো না সাবালেঙ্কার, নতুন রানী ম্যাডিসন কিস

অবশ্যই পরুন

দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন শিরোপাজয়ী এবং বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা আরিনা সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্নভঙ্গ করলেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস। রড লেভার এরিনায় জমজমাট ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তুললেন ম্যাডিসন।

ফাইনাল ম্যাচটি ছিল চমক এবং উত্তেজনায় ভরা। প্রথম সেটে ৬-৩ গেমে সাবালেঙ্কাকে পরাস্ত করেন ম্যাডিসন। তবে দ্বিতীয় সেটে সাবালেঙ্কা ঘুরে দাঁড়িয়ে ৬-২ গেমে সেটটি নিজের করে নেন। কিন্তু তৃতীয় সেটে দুর্দান্ত খেলায় ৭-৫ গেমে জয় তুলে নেন ২৯ বছর বয়সী ম্যাডিসন কিস। এই জয়ের মাধ্যমে সাবালেঙ্কার টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বপ্ন থেমে যায়।

ম্যাডিসন কিসের জন্য গ্র্যান্ডস্ল্যাম জয়ের অপেক্ষা ছিল দীর্ঘ ১৬ বছরের। এত লম্বা সময়ের অপেক্ষার পর গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয় করার ঘটনা টেনিস ইতিহাসে বিরল। এর আগে সেমিফাইনালে ইগা সোয়াতেকের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় তুলে ফাইনালে পৌঁছান কিস। প্রথম সেট হারার পর দারুণ প্রত্যাবর্তন করেছিলেন তিনি।

বিশ্বের ১৯ নম্বর খেলোয়াড় ম্যাডিসন কিস এবং সাবালেঙ্কার মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে সাবালেঙ্কার জয়ই বেশি। এর আগে পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে ম্যাডিসন জয় পেয়েছিলেন মাত্র একবার, তাও চার বছর আগে বার্লিনে। তবে এবারের ম্যাচে সাবালেঙ্কার টানা ১১ ম্যাচের জয়ের ধারা থামিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করলেন ম্যাডিসন।

ম্যাডিসনের এই জয় শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ারের নয়, টেনিস দুনিয়ারও একটি বিশেষ মুহূর্ত। সাবালেঙ্কার মতো তারকাকে হারিয়ে ম্যাডিসন প্রমাণ করলেন, অধ্যবসায় এবং পরিশ্রমের ফলে দীর্ঘ অপেক্ষারও অবসান ঘটে।

২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন এখন কিসের ঐতিহাসিক জয়গাঁথা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। টেনিস দুনিয়া তাকে অভিবাদন জানাচ্ছে এবং নতুন রাণীর উত্থানে বিশ্বজুড়ে উচ্ছ্বাস ছড়িয়েছে।

সর্বশেষ সংবাদ

১ লাখ নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র

বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে যুক্তরাষ্ট্র। প্রশাসনসূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১ লাখ নথিবিহীন অভিবাসীকে নিজ নিজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ