spot_img

মাদ্রিদে এমবাপ্পের প্রথম হ্যাটট্রিকে উড়ে গেল ভায়াদোলিদ

অবশ্যই পরুন

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের প্রথম হ্যাটট্রিকেই উড়ে গেল রিয়াল ভায়াদোলিদ। শনিবার রাতে হোসে জোরিয়া স্টেডিয়ামে এমবাপ্পের এই হ্যাটট্রিকেই লা লিগায় ৩-০ গোলে দুর্দান্ত জয় পায় মাদ্রিদ।

লিগের পয়েন্টে তালিকায় শীর্ষে আগেই ছিল কার্লো আনচেলত্তির দল, এই জয়ে দুই নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে গেল ৪ পয়েন্টে। ২১টি করে ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৪৯, আতলেতিকোর ৪৫।

লাল কার্ডের নিষেধাজ্ঞায় খেলতে পারেননি রিয়ালের অন্যতম তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভাব বুঝতেই দেননি এমবাপ্পে। ৩০ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে ‘ডেডলক’ ভাঙেন এমবাপ্পে, ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল।

এরপর দ্বিতীয় গোলটা করেন ম্যাচের ৫৭ মিনিটে। প্রতি আক্রমণে ভায়াদোলিদের বক্সে ঢুকে যাওয়া রদ্রিগো নিজে শট না নিয়ে বল বাড়ান এমবাপ্পের দিকে। ভুল করেননি এমবাপ্পে, ২-০। হ্যাটট্রিকটা হয়ে যেত ম্যাচের ৬৭ মিনিটেই। তবে বেলিংহামের পাস থেকে বল পেয়ে শট নিলেও লক্ষ্যে রাখতে পারেননি এমবাপ্পে।

হ্যাটট্রিকটি যোগ হয় ম্যাচের অতিরিক্ত সময়ে। বেলিংহামকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ভায়াদোলিদের মারিও মার্তিন, যিনি রিয়াল থেকেই ধারে গিয়ে খেলছেন ভায়াদোলিদে। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চলতি মৌসুমে লিগে নিজের ১৫তম গোলটা করেন এমবাপ্পে। রিয়ালের জার্সিতে লা লিগায় ১৯ নম্বর ম্যাচে এসে ফরাসি ফরোয়ার্ড পেয়েছেন তাঁর প্রথম হ্যাটট্রিক। আর সেই হ্যাটট্রিক আরও বিশেষ হয়ে ওঠল রিয়ালের দুর্দান্ত জয়ে।

সর্বশেষ সংবাদ

১ লাখ নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র

বিভিন্ন অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে যুক্তরাষ্ট্র। প্রশাসনসূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১ লাখ নথিবিহীন অভিবাসীকে নিজ নিজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ