spot_img

আমেরিকার সন্ত্রাসবাদের তালিকাভুক্ত হওয়ায় ইয়েমেনের আনসারুল্লাহ’র প্রতিক্রিয়া

অবশ্যই পরুন

বৃহস্পতিবার হোয়াইট হাউজের সন্ত্রাসী সংগঠনের তালিকায় ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নাম অন্তর্ভুক্ত করার পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি।

সংবাদমাধ্যম আল-আলম জানিয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ মিডিয়া সংস্থার উপ-প্রধান নাসরুদ্দিন আমের বলেছেন, আমেরিকানরা সমুদ্রে আমাদের মোকাবেলা করতে যেভাবে ব্যর্থ হয়েছে এবং পরাজিত হয়েছে, তেমনিভাবে আনসারুল্লাহকে সন্ত্রাসবাদের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টাও ব্যর্থ হবে।

তিনি আরো বলেন, আমেরিকা যদি আমাদেরকে বন্ধুর তালিকায় রাখতো, সেটাই হতো আমাদের জন্য বেশি বিপজ্জনক এবং উস্কানিমূলক।

নাসরুদ্দিন আমের আরো বলেন, এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকা মূলত গাজার প্রতি সমর্থনের জন্য ইয়েমেনি জনগণকে লক্ষ্যবস্তু করেছে। এটি আমাদের জনগণের জন্য গর্ব ও সম্মানের।

আনসারুল্লাহর মিডিয়া সংস্থার এই কর্মকর্তা আরো বলেন, আমেরিকায় ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের কোনো বিনিয়োগ নেই, কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো কোম্পানি নেই এবং এই আন্দোলনের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণও করেন না।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

পশ্চিম তীরের জেনিনে গাজার মতো গণহত্যার আশঙ্কা

গাজায় গত রোববার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর, ইসরাইলের মনোযোগ অবরুদ্ধ পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর দিকে সরে যাচ্ছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ