পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জোর দিয়ে বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থাকবে অন্তবর্তী সরকার। তিনি এও বলেছেন, নতুন কোনো দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না ড. মুহাম্মদ ইউনূসের সরকার।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
এছাড়া কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত হলে, তারা সরকারে থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা।