টেলিভিশনে ঘণ্টাপ্রতি বিজ্ঞাপনের সময়সীমা নির্ধারণ ও সম্প্রচার কমিশন গঠন চেয়ে উকিল নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নোটিশটি পাঠিয়েছে আইনজীবী তৈমূর আলম খন্দকার।
রেজিস্ট্রিকৃত ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সকে।
নোটিশে বলা হয়, বিজ্ঞাপনের নির্ধারিত সময়সীমা না থাকায় টেলিভিশন অনুষ্ঠান উপভোগের ক্ষেত্রে দর্শক-শ্রোতাদের মধ্যে বিরক্তির উদ্রেক করে। প্রতি ঘণ্টায় বিজ্ঞাপনের সময়সীমা ৮ থেকে ১০ মিনিট নির্ধারণে পাশের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ দেন তিনি।
নোটিশে ২ সপ্তাহের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান আইনজীবী তৈমূর আলম খন্দকার। অন্যথায়, জনস্বার্থ বিবেচনায় আদালতের আশ্রয় গ্রহণের কথা বলেন তিনি।