spot_img

টেলিভিশনে বিজ্ঞাপনের সময়সীমা নির্ধারণ ও সম্প্রচার কমিশন গঠন চেয়ে উকিল নোটিশ

অবশ্যই পরুন

টেলিভিশনে ঘণ্টাপ্রতি বিজ্ঞাপনের সময়সীমা নির্ধারণ ও সম্প্রচার কমিশন গঠন চেয়ে উকিল নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নোটিশটি পাঠিয়েছে আইনজীবী তৈমূর আলম খন্দকার।

রেজিস্ট্রিকৃত ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্সকে।

নোটিশে বলা হয়, বিজ্ঞাপনের নির্ধারিত সময়সীমা না থাকায় টেলিভিশন অনুষ্ঠান উপভোগের ক্ষেত্রে দর্শক-শ্রোতাদের মধ্যে বিরক্তির উদ্রেক করে। প্রতি ঘণ্টায় বিজ্ঞাপনের সময়সীমা ৮ থেকে ১০ মিনিট নির্ধারণে পাশের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ দেন তিনি।

নোটিশে ২ সপ্তাহের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান আইনজীবী তৈমূর আলম খন্দকার। অন্যথায়, জনস্বার্থ বিবেচনায় আদালতের আশ্রয় গ্রহণের কথা বলেন তিনি।

সর্বশেষ সংবাদ

মেক্সিকোতে ফুটবল মাঠে গুলিবর্ষণের ঘটনায় নিহত ১১

মেক্সিকোর সালমানকা শহরে একটি ফুটবল ম্যাচের পর সশস্ত্র হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ