spot_img

নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের কটূক্তি থেকে বিরত থাকতে বললেন বিএনপি নেতা ফারুক

অবশ্যই পরুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি এবং দলের শীর্ষ নেতাদের নিয়ে কটূক্তি করা থেকে বিরত থাকতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপির এই নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সমালোচনা করেন।

তিনি বলেন, এমন মন্তব্য বিভাজন সৃষ্টি করবে। জিয়াউর রহমান দেশে গণতন্ত্র ফেরত এনেছে, আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটিয়েছে। শেখ হাসিনার পতন শুধু জুলাই-আগস্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিএনপি ১৬ বছর আন্দোলন করেছে এবং ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিদায় করেছে ছাত্রজনতা।

জয়নুল আবদিন ফারুক বিএনপিকে ‘আন্ডারস্টিমেট’ করা থেকে বিরত থাকার আহ্বান জানান। হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে আবারও সুষ্ঠু নির্বাচনের জন্য রাস্তায় নামবে বিএনপি। যেকোনও ধরণের অনৈক্য সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ঐক্যবদ্ধভাবেই দেশে সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নিতে হবে।

সর্বশেষ সংবাদ

দল বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় ‘শাপলা কলি’ যুক্ত হয়েছে: ইসি সচিব

কোনও দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন 'শাপলা কলি' যুক্ত করেছে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ