মুঠোফোনে ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর সম্প্রতি আরোপিত কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বুধবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
গত ৯ জানুয়ারি প্রথমবারের মতো ব্রডব্যান্ড সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এ সিদ্ধান্ত কার্যকর হলে ৫০০ টাকার সংযোগে গ্রাহকদের বাড়তি ৭৭ টাকা গুণতে হতো। এছাড়া মোবাইল সেবার ক্ষেত্রে ৩ শতাংশ বর্ধিত শুল্ক আরোপ করায় ১০০ টাকার রিচার্জে কর বেড়ে ২৮ টাকা ১০ পয়সার পরিবর্তে ২৯ টাকা ৮০ পয়সা হয়ে যেত। এতে সরকার ১০০ টাকার রিচার্জ থেকে ৫৬ টাকা ৩০ পয়সা রাজস্ব পেত।
তবে মোবাইল ফোনের সিম/রিম কার্ড এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর বর্ধিত ও নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের ফলে গ্রাহকদের অতিরিক্ত খরচ আর বহন করতে হবে না।
এ সিদ্ধান্তের পর অন্তর্বর্তী সরকারে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক ও উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ নিজ ভেরিফায়েড অ্যাকাউন্টে তারা জানিয়েছেন ইন্টারনেট সার্ভিসে বর্ধিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে। নীতি নির্ধারণে আপনাদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে আমরা বদ্ধপরিকর।
মূলত, মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটে বর্ধিত ও নতুন আরোপিত সম্পূরক শুল্কের পর সমালোচনা হচ্ছিল বেশ। বিশেষ করে নাহিদ ইসলাম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ায় তাকে নিয়েও হচ্ছিল আলোচনা। দাবি ওঠে, শুল্ক প্রত্যাহারের। নতুন করে বর্ধিত শুল্ক তুলে নেওয়ার পর তাই নাহিদ ইসলাম জানিয়েছেন, নীতি-নির্ধারণে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তারা বদ্ধপরিকর।