একসঙ্গে কি দেখা যাবে বলিউডের তিন খান- শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে, বহু দিন ধরেই এই প্রশ্ন। শোনা যাচ্ছে, সম্প্রতি এ নিয়ে তিন নায়কের মধ্যে আলোচনাও হয়েছে। এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমির খান নিজেই।
আমিরের কথায়, ছয় মাস আগে শাহরুখ ও সালমানের সঙ্গে দেখা করেছিলাম, তখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। শাহরুখ ও সালমানকে বলি, ‘আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল’।
আমির আরও বলেন, ‘আমাদের সত্যিই তিন জনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভাল গল্পের প্রয়োজন। ভাল চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা’।
গত বছর ‘পাঠান’ ছবিতে একসঙ্গে শাহরুখ ও সালমানকে দেখা যায়। সেখানে দু’জনের একটি দৃশ্য দেখে নাকি হাসি পেয়েছিল আমিরের। আমির খান বলেছেন, ‘তিনি নাকি এখনও ‘পাঠান’ দেখেই উঠতে পারেননি। কিন্তু ছবির একটি নির্দিষ্ট দৃশ্য দেখে নাকি খুব হাসি পেয়েছিল তার’।
তিনি আরও বলেন, ‘অল্পবয়সী অভিনেতারা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন। কিন্তু শাহরুখ ও সালমানকে দেখে মনমরা হয়ে থাকাও যায় না। কী আর বলব!’