spot_img

এক দশকের মধ্যে প্রথমবার লেবানন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ঘোষণা করেছেন যে, তিনি এক দশকের মধ্যে প্রথমবারের মতো লেবানন সফরে যাচ্ছেন। তিনি এই ঘোষণা দেন মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের একটি কূটনৈতিক প্যানেলে।

আগামী বৃহস্পতিবারের একদিনের সফরটি ২০১৫ সালের পর থেকে লেবাননে সৌদি আরবের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার প্রথম সফর। সৌদি আরব এবং লেবাননের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন থাকলেও, সম্প্রতি লেবাননে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রিন্স ফয়সাল।

প্রিন্স ফয়সাল বলেন, লেবাননের ভবিষ্যৎ নির্ভর করছে দেশটির জনগণের উপর। তারা যদি বাস্তব সংস্কার ও সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে সিদ্ধান্ত নেয়, তবে সৌদি আরব সহযোগিতায় আগ্রহী। তিনি বলেন, “আমরা লেবাননের একটি নতুন ভবিষ্যৎ দেখতে চাই। কিন্তু এটি বাস্তবায়নের জন্য আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ ও সংস্কার দেখতে চাই।”

প্রিন্স ফয়সাল সিরিয়ার ভবিষ্যৎ নিয়েও “সতর্ক আশাবাদ” প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, সিরিয়ার নতুন প্রশাসন ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে এবং দেশটির জনগণ অত্যন্ত সক্ষম। তবে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে ধৈর্য এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, “সিরিয়ার নতুন প্রশাসন একটি ভাঙা দেশ উত্তরাধিকারসূত্রে পেয়েছে এবং তারা এটি পুনর্গঠনের চেষ্টা করছে। এ ক্ষেত্রে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে।”

মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে প্রিন্স ফয়সাল বলেন, “এই অঞ্চল ঝুঁকিতে ভরপুর, কিন্তু সম্ভাবনাও বিশাল।” তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে মধ্যপ্রাচ্য সামনে এগিয়ে যাচ্ছে এবং এ অঞ্চলে সংঘাত এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই প্যানেলে উপস্থিত কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই যুদ্ধবিরতি দীর্ঘ আলোচনা এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এসেছে। এটি প্রমাণ করে যে সংলাপ এবং আলোচনা দিয়ে সবকিছু সমাধান সম্ভব।”

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ