রক্তাক্ত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে অভিনেতা সাইফ আলি খান। অটোচালক ভজন সিং রানা সেই সময় সাইফকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ায় রক্ষা পেয়েছিলেন অভিনেতা। এবার সেই অটোচালকের সঙ্গে দেখা করে তাঁকে জড়িয়ে ধরলেন সাইফ।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে হামলার পর তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ভজন। সেই ঋণ ভুলবেন না সাইফের পরিবার। সাইফ-কারিনার পাশাপাশি অভিনেতার মা শর্মিলা ঠাকুরও ছেলেকে বাঁচানোর জন্য ভজনকে ধন্যবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে সাইফকে হাসপাতালে নিয়ে যান অটোচালক ভজন। তারপর থেকে নানা জায়গায় তাঁকে বলতে শোনা গিয়েছে তিনি সাইফকে চিনতেও পারেননি। একজন সাধারণ মানুষ হিসাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। অভিনেতাকে লীলাবতী হাসপাতাল থেকে ছাড়ার আগে মঙ্গলবার প্রায় পাঁচ মিনিটের সাক্ষাৎ হয় তাঁদের। সাইফকে দেখা যায় ভজনকে জড়িয়ে ধরে তাঁর ভালো কাজের জন্য প্রশংসা করতে।
‘ইন্ডিয়া টুডে’কে চালক ভজন সিং রানা ঘটনার দিন রাতের বর্ণনা দিয়েছিলেন। তিনি বলেন, সাইফ আলি খান তাঁর অটোয় ওঠার সঙ্গে সঙ্গেই প্রথম প্রশ্ন করেছিলেন, ‘কতক্ষণ সময় লাগবে হাসপাতালে পৌঁছাতে?’ ভজনের কথায়, ‘আমি ওই পথ দিয়েই অটো নিয়ে যাচ্ছিলাম। হঠাৎই, চিৎকার শুনতে পাই। মেন গেটের কাছে দাঁড়িয়ে একজন মহিলা চিৎকার করছিলেন অটো থামাও বলে। প্রথমে, আমি জানতাম না যে তিনি সাইফ আলি খান। ভেবেছিলাম এটা সাধারণ কোনও হামলার ঘটনা হবে।’
তবে সেদিন রাতে সাইফ নিজে হেঁটেই গাড়িতে উঠেছিলেন বলে জানিয়েছেন অটোচালক। তাঁর সঙ্গে একটি ছোট শিশু এবং আরও একজন যুবক ছিলেন। আট থেকে দশ মিনিটের মধ্যেই সাইফকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন বলে জানান তিনি।