spot_img

বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

অবশ্যই পরুন

নেপালের বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে লড়াই করেও হেরে যায় অজি কন্যাদের কাছে। তবে আজ স্কটল্যান্ডের সাথে শেষ ম্যাচে ১৮ রানের জয় পেয়েছে জুনিয়র টাইগ্রেসরা।

এই জয়ে বাংলাদেশ নিশ্চিত করেছে সুপার সিক্স। অস্ট্রেলিয়াকে সাথে নিয়ে এই পর্বে পা রেখেছে টাইগ্রেসরা। আর বিদায় ঘণ্টা বেজে গেছে নেপাল ও স্কটল্যান্ডের নারীদের।

আজ বুধবার অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয় বাংলাদেশ ও স্কটল্যান্ড। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১২১ রান করে বাংলাদেশ। জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি তুলতে পারেনি স্কটিশ নারীরা।

কুয়ালালামপুরে এইদিন শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ১০ ওভারে মাত্র ৫০ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। জুরাইরিয়া ফেরদৌসের ২০ রান যেখানে সেরা। ফাহমিদা ছোঁয়া করেন ১২ বলে ১৪ রান।

এরপর দলের হাল ধরেন সুমাইয়া আক্তার। আফিয়ার সাথে মিলে ৩৮ রান যোগ করেন ষষ্ঠ উইকেটে। আফিয়া ১৯ বলে করেন ২১ রান। সুমাইয়া শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৬ বলে ২৯ করে। স্কটল্যান্ডের নাইমা শেখ নেয় ৩ উইকেট।

জবাব দিতে নেমে ১৯ রানে দুই ওপেনারকে হারায় স্কটল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৫০ রান যোগ করে টাইগ্রেসদের মনে ভয় ধরিয়ে দেন পিপা স্প্রৌল ও নিয়ামহ মুইর। ৩২ বলে ২২ করে আউট হোন মুইর।

তাকে ফেরাতেই ভেঙে পড়ে স্কটল্যান্ডের ইনিংস। মাত্র ৬ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। পিপ্পার ভরসা ভাঙে দলীয় ৯২ রানে। ৪১ বলে ৪৫ করে আউট হোন সোবার বলে। এরপর আর কেউ জয়ের স্বপ্ন দেখাতে পারেননি।

বাংলাদেশের হয়ে ২৫ রানে ৪ উইকেট নেন আনিসা আক্তার সোবা। নিশি ও পিংকি নেন একটা করে উইকেট।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের...

এই বিভাগের অন্যান্য সংবাদ