মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন ড. মুহাম্মদ ইউনূসকে ১৪-১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে আয়োজিত তিনদিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠককালে এ আমন্ত্রণ জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বৈঠকে ড. ইউনূস ও হিউসগেন বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া খবর ও ভুল তথ্য প্রচারের বিষয়ে আলোচনা করেন। হিউসগেন এ সমস্যা মোকাবিলায় অনলাইন প্ল্যাটফর্মগুলোর তথ্য যাচাইয়ের জন্য ইউরোপীয় আইনের মতো একটি আইন প্রণয়নের পরামর্শ দেন।
ডব্লিউইএফ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ড. ইউনূস জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের শেখা লতিফা, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ড. অ্যাগনেস ক্যালামার্ড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-আইওয়ালার সঙ্গে মতবিনিময় করবেন।
উল্লেখ্য, ডব্লিউইএফ সম্মেলনে বাংলাদেশ নিয়ে পৃথক একটি সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা অংশ নেবেন। ড. ইউনূস তার চারদিনের সফর শেষে আগামী ২৫ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।