মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উদ্যাপনের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ‘বিশেষ’ অঙ্গভঙ্গি করেন ধনকুবের ইলন মাস্ক। তার হাতের ওই অঙ্গভঙ্গি নিয়ে অনলাইনে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই এই অঙ্গভঙ্গিকে ‘নাৎসি’ বা ‘ফ্যাসিবাদী’ অঙ্গভঙ্গির সঙ্গে তুলনা করেছেন।
সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। তার এই অভিষেক উদ্যাপনে ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান এরিনায় একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে তার সমর্থকেরা অংশ নেন।
সমাবেশের মঞ্চে ওঠেন এক্স, স্পেসএক্স ও টেসলার প্রধান মাস্ক। মঞ্চে উঠে ব্যাপক উল্লাস-উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। একপর্যায়ে তিনি একটি বিশেষ অঙ্গভঙ্গি করেন।
মাস্ক তার ঠোঁট কামড়ে ধরেন। আঙুল প্রসারিত করা ডান হাত বুকের বাঁ পাশে স্পর্শ করেন। এরপর আঙুল প্রসারিত করা এই ডান জোরের সঙ্গে ঊর্ধ্বমুখী করে চিৎকার দিয়ে বলেন, ‘ইয়েসসসস’। পরে তিনি ঘুরে তার পেছনের দিকে থাকা দর্শকদের একই অঙ্গভঙ্গি দেখান।
মাস্ক তার ভাষণে বলেন, ট্রাম্পের বিজয় কোনো সাধারণ বিজয় ছিল না। এই বিজয় সত্যিই গুরুত্বপূর্ণ।
এই বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান মাস্ক। তিনি বলেন, সভ্যতার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সবাইকে ধন্যবাদ।
ইসরায়েলি সংবাদপত্র জেরুজালেম পোস্ট প্রশ্ন তোলে, ট্রাম্পের অভিষেক উদ্যাপনে মাস্ক কি নাৎসি কায়দায় বিজয়ের অভিবাদন দিলেন?
ইতিহাসবিদ ক্লেয়ার আউবিন নাৎসিবাদ বিষয়ে বিশেষজ্ঞ। তার মতে, মাস্কের অঙ্গভঙ্গিটি ছিল নাৎসি কায়দার অভিবাদন।
ফ্যাসিবাদসংক্রান্ত ইতিহাসবিদ রুথ বেন-গিয়াটও মাস্কের অঙ্গভঙ্গির সঙ্গে নাৎসি অভিবাদনের মিল খুঁজে পেয়েছেন।
মাস্কের এই অঙ্গভঙ্গি নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সদস্যরাও সমালোচনায় মুখর হয়েছেন।