spot_img

তবে কী বলিউড ছাড়ছেন নোরা ফাতেহি?

অবশ্যই পরুন

বলিউডের জগতে একজন সুপরিচিত নাম হল নোরা ফাতেহি। নতুন খবর হলো, এই অভিনেত্রী এখন বলিউডের গণ্ডি ছেড়ে হলিউডে যাচ্ছেন বলে জানা গেছে। বলিউডে টানা বেশ কয়েক বছর কাজ করার পর এবার আন্তর্জাতিক ইন্ডি সংগীত জগতে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছেন তিনি। এরই মধ্যে গুঞ্জন ওঠে, চিরতরে অভিনয় ছাড়তে চলেছেন নোরা, সেই সঙ্গে বলিউডও ছাড়তে চলেছেন তিনি। বলিউড ছেড়ে দেওয়ার প্রসঙ্গে কী বললেন নোরা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারো জন্য নিজের জায়গা ছেড়ে দেব তাহলে আপনি ভুল, এটা ভাবা হাস্যকর। আমি এখানেও থাকব, ওখানেও থাকব, সর্বত্র থাকব আমি। যেমন সিনেমায় অভিনয় করেছি ঠিক তেমনি সংগীত জগতেও কাজ করব।’

নোরা আরও বলেন, ‘আমার মোট তিনটি জগৎ রয়েছে। আমি যেহেতু কানাডায় জন্ম নিয়েছি, তাই সেটি আমার প্রথম জগৎ। মরক্কোয় আমি বহুদিন ছিলাম তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে। সবশেষে ভারত এমন একটি দেশ যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি, তাই এই দেশের সঙ্গেও আমার ভালোবাসা অপরিসীম।’

আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ নামের একটি মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন নোরা ফাতেহি। ডেরুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘আমি প্রথম প্রথম ভীষণ লজ্জা পেতাম।

আমি নিজেই প্রথমে গানটি রেকর্ড করেছিলাম। প্রথমে ওঁর সঙ্গে কোনও সাক্ষাৎ হয়নি আমার। তবে যখন একসঙ্গে ভিডিও’য় কাজ করেছি, তখন অনেক গল্প হয়েছে।

সর্বশেষ সংবাদ

তথ্য উপদেষ্টার সাথে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলামের সাথে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ