spot_img

প্রথমবার একসঙ্গে তারা

অবশ্যই পরুন

এই প্রথম একসঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, দুই সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিম। এলিটা করিম ও প্রীতম হাসানের সঙ্গে নিজের একটা ছবি ফেসবুক পেজে দিয়েছেন জয়া নিজেই। সঙ্গে লিখেছেন, ‘প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে কাজ করতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। আশা করছি, দারুণ একটি সিনেমার খবর শিগগিরই ভাগাভাগি করতে পারব।’

নতুন সিনেমার বিষয়ে গণমাধ্যমে জয়া বলেন, ‘আমাদের তিনজনের প্রথম একসঙ্গে কাজ, দারুণ অনুভূতি। শুটিং করেছি, আড্ডা দিয়েছি। তারা গানের মানুষ। প্রীতম তো নিয়মিত অভিনয়ও করে। আমাদের যে ধরনের গল্পে অভিনয় করতে হয়েছে, তার মধ্যে সময়ের দারুণ উপস্থাপন খুঁজে পাবেন দর্শক।’

জানা গেছে, সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাদীয়া ইসলাম। তিনি রোজা নামেই পরিচিত। তিনি জানান, দেশের দর্শকদের জন্য দারুণ একটি মিউজিক্যাল নিয়ে আসছেন।

গণমাধ্যমে তিনি আরও জানান, নতুন প্রকল্পটির নাম এখনো ঠিক হয়নি। মিউজিক্যালটিতে সময়ের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন। রোজা বলেন, ‘সামাজিক একটা সংকট এতে রয়েছে। এটাকে একাকিত্বের গল্প বলা যায়। যে গল্পটি আমাদের চারপাশের। আমরা সভ্যতার সঙ্গে যেভাবে এগিয়ে যাচ্ছি, সেখানে মানুষ নাগরিক জীবনে একা হয়ে যাচ্ছে। দিন শেষে খেয়াল রাখার মানুষ যে প্রয়োজন, সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি।’

অভিনয়ের পাশাপাশি মিউজিক্যালটিতে গানও করেছেন এলিটা করিম ও প্রীতম হাসান। রোজা জানান, মিউজিক্যালটির ট্রেলার আসবে আগামী শুক্রবার। এটি ২৭ জানুয়ারি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পাবে।

সর্বশেষ সংবাদ

যোগ্য লোককে ভোট দিন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন: মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ