spot_img

শেষ মুহূর্তে কয়েকজনকে ক্ষমা করে গেলেন বাইডেন

অবশ্যই পরুন

ক্ষমতা ছাড়ার কয়েক ঘণ্টা আগে পরিবারের সদস্য ও কর্মকর্তাসহ রেকর্ডসংখ্যক ব্যক্তিকে আগাম ক্ষমা করে গেছেন জো বাইডেন। প্রেসিডেন্টের ক্ষমতাবলে নজিরবিহীন এ পদক্ষেপ নিয়েছেন তিনি। খবর এপি’র।

ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ৫ জন তার পরিবারের সদস্য। এর মধ্যে রয়েছেন দুই ভাই জেমস এবং ফ্রান্সিস, জেমসের স্ত্রী সারা, বোন ভ্যালেরি ও তার স্বামী জন। আরও আছেন রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য লিজ চেনি, জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবং হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচিসহ আরও অনেকে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তদন্ত ঠেকাতে এমন পদক্ষেপ নিয়েছেন। তার পরিবার বিভক্তিমূলক রাজনীতির শিকার বলেও জানান। তিনি দাবি করেন, তাকে আঘাতের উদ্দেশ্যে হুমকি ও আক্রমনের টার্গেট করা হচ্ছে পরিবারকে। এ ধরণের কর্মকাণ্ড বন্ধ হবে না, এমন শঙ্কায় আগাম ক্ষমা ঘোষণা করেছেন। বাইডেনের এই ভূমিকার সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

বাইডেন নিজ পরিবারের একাধিক সদস্যকে শেষ মুহূর্তে কেন ক্ষমা ঘোষণা করলেন, অনেকে এই প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে বাইডেনের ভাবনা সম্পর্কে অবগত একটি সূত্র বলেছে, ট্রাম্প এরই মধ্যে বাইডেন ও তাঁর পরিবারের সদস্যদের ‘বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে’ একজন বিশেষ কৌঁসুলি নিয়োগের ঘোষণা দিয়েছেন। এ বিষয় নিয়ে বাইডেন কিছুটা আতঙ্কিত ছিলেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সংবিধানে দেশটির প্রেসিডেন্টকে কেন্দ্রীয় অপরাধের জন্য ক্ষমা করার বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে। সাধারণত দোষী সাব্যস্ত হয়েছেন, এমন ব্যক্তিদেরই প্রেসিডেন্ট ক্ষমা করেন। তবে বিচারের মুখোমুখো হননি এমন ব্যক্তিকেও দেশটির প্রেসিডেন্ট চাইলে ক্ষমা করতে পারেন।

সর্বশেষ সংবাদ

তথ্য উপদেষ্টার সাথে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলামের সাথে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ