spot_img

এবারের আসরে দ্বিতীয় জয় পেল ঢাকা

অবশ্যই পরুন

১৬ ওভার শেষেই মনে হয়েছিল দ্বিতীয় জয়টা পেতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। ১৬ ওভার শেষে সিলেট সিক্সার্সের রান ১৩২। নিজেদের ইনিংসে এরচেয়েও বাজে অবস্থা থেকে ১৯৬ রানে পৌছে গিয়েছিল ঢাকা। কিন্তু ঢাকার হয়ে তখনো উইকেটে ছিলেন লিটন ও পেরেরা, ওদিকে ১৬তম ওভারেই ৬৬ রান করা রনি তালুকদার ফিরে গেছেন।

তবে যে আরিফুল হক নিজের ওভারে ২৬ রান দিয়ে ঢাকাকে মোমেন্টাম দিয়েছিলেন সেই আরিফুলই ব্যাট হাতে লড়াই চালিয়ে ম্যাচটা শেষ পর্যন্ত টেনে নিয়েছেন। সেটা যথেষ্ট হয়নি। সিলেটকে ৬ রানে হারিয়ে বিপিএলে দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা।

১৭ ও ১৮ ওভার থেকে ২৫ রান এনে দিয়েছেন আরিফুল। ১৯তম ওভারের প্রথম তিন বলে চার মেরে সমীকরণটা ৯ বলে ২৮ রানে নামিয়ে আনেন জাকের আলী। পরের বলে আউট হয়ে যান তিনি। তবে ওভারের শেষ বলে চার মেরে লক্ষ্য ২৩ রানে নামিয়ে আনেন আরিফুল।

শেষ ৬ বলে দরকার ২৩। এমন অবস্থায় প্রথম বলে মোস্তাফিজুর রহমানকে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারেন সামিউল্লাহ শিনওয়ারি। পরের বল ইয়র্কার হলেও সেটা ওয়াইড হলো। দ্বিতীয় বলটি ফাইন লেগ দিয়ে চার।

৪ বলে দরকার ১২ রান। পরের বলে এল ১ রান।পরের বলে ফুলটস মারতে পারলেন না, মোস্তাফিজের হাতেই ক্যাচ দিলেন আরিফুল। উচ্চতা নিয়ে একটু সন্দেহ ছিল, তৃতীয় আম্পায়ার চেক করে দেখলেন। শট নেওয়ার জন্য একটু ঝুঁকেছিলেন আরিফুল, সেটাই কাল হয়েছে। ১৩ বলে ২৯ রানে বিদায় আরিফুলের।

পরের বলে ব্যাটে-বলে হয়নি সুমনের, প্রান্ত বদল করতে গিয়ে রানআউট শিনওয়ারি। শেষ বলে ১১ রানের হিসাব মেলাতে বিষ্ময়কর কিছু ঘটতে হতো, তা আর হয়নি।

সর্বশেষ সংবাদ

উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো পাকিস্তান

পাকিস্তান সফলভাবে আবদালি ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এটি একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্র ব্যবস্থা, যার পাল্লা ৪৫০...

এই বিভাগের অন্যান্য সংবাদ