spot_img

পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক চূড়ান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

অবশেষে বদলে গেল পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পুলিশের জন্য, র‍্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা পোশাক চূড়ান্ত করা হয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন মেলে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে ব্রিফিংইয়ে এ তথ্য নিশ্চিত করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাকের সঙ্গে তাদের মন-মানসিকতার পরিবর্তন হতে হবে।

জানা গেছে, ১৮টি পোশাক পরিহিত পুলিশ আনসার ও র‍্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করে। পরে সেখান থেকে তিনটি পোশাক নির্বাচন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, পুলিশের পোশাকের রঙ হবে আয়রন, র‍্যাবের পোশাকের রঙ অলিভ এবং আনসারের পোশাকের রঙ গোল্ডেন হুইট।

এদিকে বর্ডারে বিজিবির ক্ষমতা বাড়ানোর ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিএসএফ সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল ব্যবহার করতে পারে বর্ডারে। এখন থেকে বর্ডারে বিজিবিও সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল ব্যবহার করতে পারবে, যা এতদিন পারেনি।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠালেন ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুর আগে তাকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড....

এই বিভাগের অন্যান্য সংবাদ